Site icon Jamuna Television

ঈদ শেষে ঢাকায় ফেরা শুরু

পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষজন। যারা ফিরছেন তাদের মধ্যে বেশিরভাগই কর্মজীবী। অনেকেই ফিরছেন পরিবার-পরিজন ছাড়াই।

বৃহস্পতিবার (২০ জুন) ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। বরিশাল, বরগুনা, ভোলা, ভান্ডারিয়া, লালমোহন ও চরফ্যাশনসহ দেশের বিভিন্ন রুটের লঞ্চ এসে ভিড়তে থাকে ভোর ৪টা থেকেই। সেখানেই যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা বেশিরভাগই কর্মজীবী।

এদিকে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনেও দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের সারি। সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেনে ঢাকা আসতে শুরু করেন যাত্রীরা। মূলত অফিস ধরতেই আজ ঢাকায় ফিরেছেন তারা।

তবে, এখনও ঢাকামুখী মানুষের ঢল তেমনভাবে শুরু হয়নি। স্কুল-কলেজ না খোলায় অনেকেই পরিবার রেখে শুধু কাজের তাগিদে ছুটে এসেছেন। তাই, যাত্রীরা নিরাপদে এবং স্বস্তিতেই ফিরছেন। পরিবার-পরিজনের সাথে ঈদ করতে পেরে সবাই খুশি। এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ছিল বলেও জানিয়েছেন তারা।

/এমএইচ

Exit mobile version