Site icon Jamuna Television

ঈদে ব্যতিক্রমী ওয়াটার পলো খেলায় মাতলো পাকুন্দিয়াবাসী

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যতিক্রমী ওয়াটার পলো খেলা অনিষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের হরশী বড়বাড়ি পুকুরে এ আয়োজন করে ‘ভয়েস অব পাকুন্দিয়া’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। খেলায় অংশ নেয় চাচা একাদশ বনাম ভাতিজা একাদশ।

এ খেলা দেখতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে যোগ দেয় শত শত মানুষ। খেলায় ৪-০ গোলে বিজয়ী হয় ভাতিজা একাদশ।

কিশোরগঞ্জের প্রাণিসম্পদ কর্মকর্তা মুখলেছুর রহমান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদিন ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান, মাহবুবে খোদা সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, খাগড়াছড়ির ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মহিউদ্দিন আযমী।

খেলার শেষে ৫ জন হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

/এটিএম

Exit mobile version