Site icon Jamuna Television

টাইগারদের ভারত সফরের সূচি ঘোষণা

প্রায় পাঁচ বছর পর ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ২০১৯ সালে দেশটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল টাইগাররা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আবারও দেশটিতে যাচ্ছে সাকিব-তামিমরা। এবার দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

আজ বৃহস্পতিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। বাংলাদেশের বিপক্ষে এই দ্বিপক্ষীয় সিরিজ দিয়েই ঘরের মাঠে ২০২৪-২৫ আন্তর্জাতিক মৌসুম শুরু করবে ভারত।

সিরিজের দুটি টেস্ট ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যার প্রথমটি শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে হবে এই টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। আর সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর। এই তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদে।

উল্লেখ্য, ২০০০ সালে বাংলাদেশের টেস্ট ডেব্যু হয় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। টেস্ট অভিযানের দুই যুগ পেরোলেও দীর্ঘ এই সময়ে কেবল তিনটি টেস্ট তাদের মাটিতে খেলতে পেরেছে টাইগাররা। যার শেষটি ছিল ২০১৯ সালে। তবে তিন টেস্টের সবগুলোতেই হেরেছে টাইগাররা।

/এএম

Exit mobile version