Site icon Jamuna Television

‘গাজায় বেসামরিকদের ওপর ইচ্ছাকৃত হামলা চালিয়েছে ইসরায়েল’

ফাইল ছবি

গাজায় বেসামরিকদের ওপর ‘ইচ্ছাকৃত’ হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। জাতিসংঘের মানবাধিকার পর্ষদের এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন অভিযোগ।

বুধবার (১৯ জুন) মানবাধিকার পর্ষদের অধিবেশনে চেয়ারম্যান নাভি পিল্লাই দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অসংখ্য প্রমাণ পাওয়া গেছে। তার অভিযোগ, গাজায় ৮ মাসের বেশি সময় ধরে অমানবিক ও নিষ্ঠুর আচরণ করছে ইসরায়েলের সেনাবাহিনী।

প্রতিবেদনে জানানো হয়, জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদের পাশাপাশি ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হচ্ছে বেসামরিকদের ওপর। ৭ অক্টোবর হামাসের হামলায়ও যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি জাতিসংঘের মানবাধিকার পর্ষদের।

/এএম

Exit mobile version