Site icon Jamuna Television

দ্বিতীয় দিনে ব্যাট করছে জিম্বাবুয়ে

সিলেটের অভিষেক টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে সফররত জিম্বাবুয়ে। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৬৯ রান।

আগের দিনের ৫ উইকেটে ২৩৬ রানের স্কোর সমৃদ্ধ করতে নামেন পিটার মুর আর রেগিস চাকাভা। নতুন দিনের শুরু থেকেই দারুন সাবধানী শুরু ছিলো এই জুটির। ২৮ রান করা চাকাভাকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। এরপর ৪ রান করা ওয়েলিংটন মাসাকাদাজাকে নিজের ৪র্থ শিকারে পরিণত করেন এই স্পিনার। জিম্বাবুয়ের স্কোর তখন ৭ উইকেটে ২৬৮।

আগের দিন শন উইলিয়ামসের ৮৮ আর অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার ফিফটিতে বড়ো সংগ্রহের ভীত পায় জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হক আর বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর।

Exit mobile version