Site icon Jamuna Television

শূন্যতে উইকেট হারিয়ে আক্রমণাত্মক শান্ত, দেখেশুনে খেলছেন লিটন

১, ৯, ৩, ০, ০— বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং জুটির সংগ্রহ এটি। সুপার এইটের প্রথম ম্যাচেও শূন্যতেই থামলো তানজিদ। স্টাম্প লাইনে ফুললেংথের বল ব্যাট নামিয়েও আটকাতে পারেননি তানজিদ তামিম। নেপালের পর অস্ট্রেলিয়ার সঙ্গেও কোনো রান না করেই আউট হলেন তিনি। তবে পার্থক্য হচ্ছে আগের ম্যাচে প্রথম বলে আউট হলেও এবার ৩ বল খেলেছেন।

তানজিদ তামিম আউট হলেও পাওয়ার প্লে’র বাকি পথ খুব ভালোভাবেই পারি দিয়েছেন আরেক ওপেনার শান্ত ও লিটন দাস। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকেন শান্ত। কিছুটা সময় নিচ্ছিলেন লিটন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত, তিনিও ধীরে ধীরে চড়াও হচ্ছেন অজই বোলারদের ওপর।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ৬ ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান। ১৯ বলে ১৩ রান নিয়ে ক্রিজে আছেন লিটন, অন্যদিকে ১৪ বলে ১৮ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক শান্ত।

/এমএইচ

Exit mobile version