Site icon Jamuna Television

লিটন-রিশাদের বিদায়ে ফের চাপে বাংলাদেশ

বাংলাদেশকে বড় সংগ্রহের পথে টানছিলেন শান্ত ও লিটন। শুরুর ধাক্কা সামলাতে গিয়ে কিছুটা রয়েসয়ে ব্যাট চালালেও সময়ের সঙ্গে খোলস ছেড়ে বের হচ্ছিলেন দু’জনেই। তবে ইনিংসটাকে খুব বেশি লম্বা করতে পারলেন না লিটন। ২৫ বলে ১৬ রান করে ডট বলের ব্যবধান না কমিয়েই সাজঘরের পথ ধরেছেন তিনি।

তার বিদায়ের পর ক্রিজে আসেন লোয়ার অর্ডারে থাকা রিশাদ হোসেন। এসেই ব্যাটারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন তিনি। তবে সুবিধা করে উঠতে পারেননি এই অলরাউন্ডার। ৪ বলে দুই রান করে ম্যাক্সওয়েলের বলে সাজঘরে ফেরেন তিনি। ফলে চাপে পরে যায় বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনিংসের প্রথম দশ ওভারের খেলা শেষ হয়েছে। ৩ উইকেট হারিয়ে টাইগারদের স্কোরবোর্ডে রান ৬৭। ক্রিজে আছেন নাজমুল শান্ত। ২৮ বলে ৩৯ রান করে অপরাজিত আছেন তিনি।

/এমএইচ

Exit mobile version