Site icon Jamuna Television

রাশিয়ার জ্বালানি ডিপোতে হামলা ইউক্রেনের

ফাইল ছবি

রাশিয়ার জ্বালানির ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার (২০ জুন) দেশটির অন্তত দুটি অঞ্চলে হয়েছে ড্রোন হামলা। এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি।

তাম্বভ ও আদিগিয়া অঞ্চলে ইউক্রেনের সিকিউরিটি এজেন্সি এই ড্রোন হামলা চালিয়েছে। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলার পর দুটি ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে। আর কিয়েভ বলছে, এই দুটি ডিপো থেকে রাশিয়ার সামরিক বাহিনীকে জ্বালানি তেল সরবরাহ করা হয়। এ কারণে সেখানে হামলা চালিয়েছে তারা।

বেশ কয়েক মাস ধরেই রাশিয়ার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। সীমান্তবর্তী এলাকাগুলোই হচ্ছে কিয়েভ সেনাদের হামলার লক্ষ্য।

এদিকে, বৃহস্পতিবার (২০ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওপর ফের ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে ইউক্রেনের পাওয়ার গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছে।

/এএম

Exit mobile version