Site icon Jamuna Television

অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন

‘দ্য হাঙ্গার গেমস’ ও ‘ডোন্ট লুক নাউ’খ্যাত অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। বৃহস্পতিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মারা যান বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ডোনাল্ড সাদারল্যান্ড। ‘দ্য হাঙ্গার গেমস’ ও ‘ডোন্ট লুক নাউ’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন কুড়িয়েছেন।

ডোনাল্ড সাদারল্যান্ডের ছেলে ও অভিনেতা কিফার সাদারল্যান্ড এক বিবৃতিতে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, আমার বাবা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি চলচ্চিত্রের ইতিহাসে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ একজন অভিনেতা ছিলেন।

উল্লেখ্য, ‘দ্য ডার্টি ডজনস’, ‘ক্লুটে’ সিনেমায় অভিনয় করে সুনাম অর্জন করেন সাদার‌ল্যান্ড। তিনি ১৯৭০ সালে কোরিয়ান যুদ্ধ নিয়ে নির্মিত ‘এমএএসএইচ’ সিনেমায় হকিয়ে পিয়ার্সের ভূমিকায় অভিনয় করেন। প্রায় দুই শতাধিক শো এবং সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে সুখ্যাতি পান তিনি।

/এএম

Exit mobile version