Site icon Jamuna Television

ফরিদপুরে বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। তাদেরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে মধুখালী বাজার সংলগ্ন মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বরিশালের বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের পুত্র মিরাজ হাওলাদার (৬০) এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার মোবারকের পুত্র সুমন আলী (৩৮)।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, ইজিবাইকের যাত্রীরা নিজেদের এলাকা থেকে মধুখালীতে আসে আত্মীয়বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে যাচ্ছিলেন। যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়।

তিনি আরও জানান, এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম সুব্রত দাস ওরফে নেপাল দাস।

/এএম

Exit mobile version