Site icon Jamuna Television

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও ওটনিল বার্টম্যান।

ইংল্যান্ড একাদশ: ফিলিপ সল্ট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলে।

উল্লেখ্য, গ্রুপ ২ এ নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দু’দলই।

/এমএইচআর

Exit mobile version