Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের পিচের কড়া সমালোচনা ড্যারেন সামির

ফাইল ছবি

প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় ছিল ৫ মাসে তৈরি হওয়া নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। তবে দুই ম্যাচ পর থেকেই সমালোচনা হচ্ছে স্টেডিয়ামটি নিয়ে। টি-টোয়েন্টিতে যেমন উইকেট হওয়ার কথা তার উল্টোটা ঘটছে ড্রপ-ইন পিচ বসানো মাঠটিতে।

ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ দিয়েই উদ্বোধন করা হয়েছিল স্টেডিয়ামটি। সেই ম্যাচে রোহিতরা ভালো ব্যাটিং করলেও পিচে দাঁড়াতে পারেননি শান্ত-লিটনরা। একই মাঠে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচেও দেখা যায় একই ঘটনা। মাত্র ৭৭ রানে লঙ্কানরা গুটিয়ে গেলেও সেই মামুলি লক্ষ্য পার হওয়ার জন্য ক্লাসেন-মিলারদের খেলতে হয়েছে ১৬ ওভার ২ বল পর্যন্ত। এমন পিচ নিয়ে অনেক ক্রিকেটারই প্রতিক্রিয়া জানিয়েছেন।

এবার সমালোচনায় যোগ দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দলটির কোচ ড্যারেন সামি। নিউইয়র্কের পেসবান্ধব ও স্লো উইকেট টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ নয় বলে মন্তব্য করেছেন তিনি।

ড্যারেন সামি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক পিচ দেখেছি। আমি কখনো নিউইয়র্কের পিচে খেলতে চাই না। সেখানকার উইকেট সব ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তিনি যোগ করেন, এই পিচ টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ নয়।

সামির দল গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই জিতেছিল। তবে সুপার এইটের প্রথম ম্যাচ বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে। তবে এক ম্যাচ হারে বিশ্বকাপ শেষ হয়ে যায়নি বলে মনে করছেন দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী একমাত্র অধিনায়ক ড্যারেন সামি।

তিনি বলেন, টুর্নামেন্টে দারুণ সব দল আছে। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি এবং তারা আমাদের চেয়ে ভালো করেছে। কিন্তু তার মানে এই নয় যে, আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। আমাদের ভাগ্য নিজেদের হাতেই আছে এবং বিশ্বাস করি, এই টুর্নামেন্ট জিততে পারবো।

/এনকে

Exit mobile version