Site icon Jamuna Television

ডি কক-মিলারের ব্যাটে ইংলিশদের বিপক্ষে লড়াকু সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডকে ১৬৪ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২১ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান আসে কুইন্টন ডি ককের ব্যাট থেকে।

আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে দক্ষিণ আফ্রিকা। ৮৬ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার রেজা হেন্ড্রিক্স ও কুইন্টন ডি কক। ব্যক্তিগত ১৯ রানে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ওপেনার রেজা। এরপরেই ছন্দপতন প্রোটিয়া শিবিরে। একে একে বিদায় নেন ডি কক, ক্লাসেন, মার্করাম। ১১৩ রানে ৪ উইকেট হারিয়ে দারুন শুরুর সেই রেশ হারিয়ে ফেলে মার্করামের দল। ব্যক্তিগত ৬৫ রানে আর্চারের বলে বাটলারের তালুবন্দি হন ডি কক। রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ক্লাসেন, মার্করামকে ফেরান আদিল রশিদ।

এরপর ট্রিস্টান স্টাবসকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন ডেভিড মিলার। ৪৩ রান করে আর্চারের বলে প্যাভিলিয়নে ফেরেন মিলার। স্টাবস অপরাজিত থাকেন ১২ রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ১৬৩ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

ইংলিশদের পক্ষে ৪০ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন জোফরা আর্চার। বাকি দুইটি উইকেট পান মঈন আলী ও আদিল রশিদ।

/এমএইচআর

Exit mobile version