Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ মুখোমুখি দুই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল।

শনিবার (২২ জুন) বার্বাডোসের কেনিংসটন ওভালে হবে মাঠে নামছে দু’দল। সুপার এইটে আগের ম্যাচে হারের স্বাদ পেয়েছে স্বাগতিকরা। উইন্ডিজরা ৮ উইকেটে হেরেছে ইংল্যান্ডের কাছে আর যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার কাছে হারে ১৮ রানে। 

টস জিতে উইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল বলেন, আমরা আগে ফিল্ডিং করবো। উইকেট দেখে ভালো মনে হচ্ছে। ঝোড়ো আবহাওয়ায় বোলিং করার দিকনির্দেশনা আমাদের ওপর। আজকের ম্যাচটি দিয়ে জয়ের ধারায় ফিরতে চাই।

যুক্তরাষ্ট্র একাদশ

স্টিভেন টেলর, আন্দ্রেস গুস, নিতিশ কুমার, অ্যারন জোনস (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, মিলিন্দ কুমার, হারমিত সিং, নশতুষ কেনজিংগে, শাডলে ফন শালকউইক, আলি খান, সৌরভ নেত্রাভাকার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

শাই হোপ, জনসন চার্লস, নিকোলাস পুরান, রস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, ওবেদ ম্যাকয়, আকিল হোসেন, আলজেরি জোসেফ, গুদাকেশ মোতি।

/এমএইচ

Exit mobile version