Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৩, পুলিশসহ আহত অন্তত ১০

আবারও ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার (২১ জুন) দেশটির আরকানসাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর এ হামলায় কমপক্ষে তিন জনের প্রাণ গেছে। দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফোরডাইস শহরের একটি সুপার মার্কেটের বাইরে থেকে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে স্টোরের ভেতরে প্রবেশ করে অস্ত্রধারী একজন দুর্বৃত্ত। এ সময় মার্কেটের দেয়াল ও বাইরে একাধিক গাড়িতে গুলির আঘাত লাগে।

খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ওই হামলাকারী আহত হন। তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।

/এমএইচ

Exit mobile version