Site icon Jamuna Television

ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি

লেবাননে ইসরায়েলকে ঠেকানোর পূর্ণ সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। দেশটিতে সর্বাত্মক হামলা চালালে তেলআবিবই বিপদে পড়বে। শুক্রবার (২১ জুন) এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি ইরান।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতিসংঘে ইরানের মিশন প্রকাশিত এক বার্তায় বলা হয়, নিজেদের বাঁচাতে দখলদার ইসরায়েল অবিবেচকের মতো সিদ্ধান্ত নিলে আরেকটি যুদ্ধের মুখে পড়বে অঞ্চলটি। নিঃসন্দেহে সবচেয়ে ক্ষতি হবে ইহুদি রাষ্ট্রটিরই।

একইদিন হিজবুল্লাহকে উদ্দেশ্য করে আরেক দফা হুমকি দিয়েছে ইসরায়েল। শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ। ইরানের সন্ত্রাসী বলয় ও উগ্র ইসলামপন্থার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে তেলআবিবের পাশে থাকার আহ্বান জানান তিনি। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে সর্বাত্মক হামলার পরিকল্পনার কথা জানালে উত্তেজনা তুঙ্গে পৌঁছায় লেবানন সীমান্তে।

/এটিএম

Exit mobile version