Site icon Jamuna Television

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই বন্ধু

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রানা মুন্সী (২০) নামের এক স্কুলছাত্র নিহত ও তার দুই বন্ধু আহত হয়েছে। শুক্রবার (২১ জুন) রাত দশটার সময় ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস সড়কের বগাইল টোল প্লাজার নিকট মোটরসাইকেল, ভ্যান ও টলির ত্রিমুখী সংঘর্ষে ৩ বন্ধু আহত হয়।

গুরুতর আহত রানাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোর ৪টার সময় মারা যায়। নিহত রানা মুন্সী ভাঙ্গা পাইলট হাইস্কুলে ১০ম শ্রেণির ছাত্র ও ভাঙ্গা পৌরসভার বাইশাখালি গ্রামের আজম মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে বগাইল টোল প্লাজার নিকট পৌঁছালে ভ্যান, মোটরসাইকেল ও টলির সংঘর্ষ হয়। তিন বন্ধু ছিটকে রাস্তায় পড়ে যায়। প্রথমে তাদেরকে ভাঙ্গা হাসপাতালে পরে রানাকে ফরিদপুর মেডিকেলে এবং সেখান থেকে রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। অবশেষে রানা ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

/এটিএম

Exit mobile version