
সারাদেশ ডেস্ক:
নদ-নদীর পানি কমায় লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কিছুটা। কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলাসহ ১৬টি নদ-নদীর পানি কমেছে।
তবে, ধরলা ও তিস্তার পানি এখনও বিপৎসীমার উপরে। এতে জেলা সদর, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও রাজারহাটের অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি।
লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি। বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানিপ্রবাহ নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
/এমএন



Leave a reply