Site icon Jamuna Television

‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সেনাবাহিনী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে’

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (২২ জুন) সেনাপ্রাঙ্গন মিলনায়তনে সেনাপ্রধানের বিদায়ী দরবার ও মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিদায়ী দরবারে কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমি যখন ১৯৮৩ সালে কমিশন পাওয়ার পর যোগদান করি, তখন আমাদের কল্পনাতেও ছিল না যে আজকের এই উন্নয়ন ও অগ্রযাত্রায় পৌঁছাব।

অনুষ্ঠানে সেনাপ্রধান দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা।

/এটিএম

Exit mobile version