Site icon Jamuna Television

বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, ১০ জন নিহত

ছবি- সংগৃহীত

বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে তলিয়ে গেছে। এতে ১০ নিহত হয়েছে। এছাড়া আরও ১১ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শনিবার (২২ জুন) দুপুর দুইটার দিকে আমতলী উপজেলার হলদিয়া ও চাওড়ার সংযোগ সেতুটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, দুর্ঘটনার ঘটনাস্থলে গিয়ে তারা দশজনের মরদেহ উদ্ধার করেছেন। স্থানীয়দের মতে, এখনো এগারোজন নিখোঁজ রয়েছে।

আমতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাইক্রো ও অটোরিকশা খালে পড়ার ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা।

/এনকে

Exit mobile version