Site icon Jamuna Television

জামালপুরে ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে শিশু নিখোঁজ

জামালপুর করেসপনডেন্ট:

জামালপুরের ইসলামপুর উপজেলার পাথরঘাটি রেলওয়ে সেতুর ওপর থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে মো. মৃদুল মিয়া (১৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার পাটনীপাড়া এলাকার পাথরঘাটি রেলওয়ে সেতুতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু মো. মৃদুল মিয়া ইসলামপুর উপজেলার ভেঙ্গুড়া গ্রামের বাবু মিয়ার ছেলে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে মৃদুলসহ তিন বন্ধু ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে রেলসেতু থেকে পানিতে ঝাঁপ দেয়ার পরিকল্পনা করে। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সেতু অতিক্রম করছিল। এ সময় তিনজনের মধ্যে দুজন পানিতে ঝাঁপ দিলেও মৃদুল মিয়া ঝাঁপ দিতে পারেনি। পরে ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে যায় সে। এরপর তাকে খুঁজে পাওয়া যায়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

/আরএইচ

Exit mobile version