Site icon Jamuna Television

রাসেলস ভাইপার ভেবে পিটিয়ে মারা হলো রেইনবো ওয়াটার স্নেইক

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে ‘রাসেলস ভাইপার’ ভেবে রেইনবো ওয়াটার স্নেইক নামে একটি সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা। যা স্থানীয় ভাবে মেটে সাপ নামে পরিচিত। এ সময় সাপটির পেটে থাকা ১৭টি বাচ্চাও মেরে ফেলে আতঙ্কিত জনগণ।

শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের মাজেদা ক্লিনিকের সামনে রেইনবো ওয়াটার স্নেক নামে সাপটিকে সড়কের পাশে দেখতে পেয়ে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়ে জনগণ। তখন তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

মেরে ফেলা সাপটির নাম রেইনবো ওয়াটার স্নেইক নিশ্চিত করে এনিমাল লাভার অফ পটুয়াখালীর বন্য প্রাণী ও সাপ উদ্ধারকর্মী আসাদুল্লাহ হাসান মুসা বলেন, মেরে ফেলা সাপটি মৃদু বিষধর। এই সাপের বিষ মানুষের জন্য ক্ষতিকর নয়। এভাবে আতঙ্কিত হয়ে নিরীহ সাপকে মেরে ফেললে ভবিষ্যতে প্রকৃতি বড় হুমকির মুখে পড়বে। এ সময় বন বিভাগকে মানুষষের মাঝে রাসেলস ভাইপার সম্পর্কে সতর্কতামূলক প্রচারণা বৃদ্ধি করার পরামর্শও দেন তিনি।’

এ বিষয়ে বন বিভাগের বাউফল উপজেলা রেঞ্জ অফিসার বদিউজ্জামান সোহাগ বলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে দেয়া সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।

/এএস

Exit mobile version