Site icon Jamuna Television

সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামি মেয়র মিরুর জামিন

সাংবা‌দিক শিমুল হত্যা মামলার প্রধান আসা‌মি সিরাজঞ্জের শাহজাদপু পৌর মেয়র হা‌লিমুল হক মিরুকে জা‌মিন দি‌য়ে‌ছেন হাই‌কোর্ট। আজ রোববার তার জামিন আবেদন মঞ্জুর হয়।

গত বছরের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌরসভার ওই সময়ের মেয়র (বর্তমান সাময়িক বরখাস্ত) হালিমুল হক মিরুর বাড়িতে হামলার সময় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত শিমুল গুলিবিদ্ধ হন; পরদিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় তিনটি পক্ষ থেকে তিনটি মামলা হয়।

সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে মেয়র মিরুসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। প্রায় একই আসামিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদের চাচা এরশাদ আলী।

ঘটনার দুই মাস পর মিরুর স্ত্রী লুৎফুননেছা পিয়ারী বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। এ মামলায় ১৯ আসামির মধ্যে রয়েছেন শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আমিরুল ইসলাম সাহু, ছাত্রলীগ নেতা শেখ কাজল, স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপনের ব্যক্তিগত সহকারী আশিকুল হক দিনার, সাংসদের ভাগ্নে মিঠু প্রমুখ।

Exit mobile version