Site icon Jamuna Television

১৩ ঘণ্টা পর নিউজিল্যাণ্ডের আইল্যান্ডে আটকা ৪৭ যাত্রী উদ্ধার

প্রায় ১৩ ঘণ্টার নাটকীয় অভিযানের পর উদ্ধার করা হয়েছে নিউজিল্যাণ্ডের সাউথ আইল্যান্ডে আটকে পড়া ৪৭ যাত্রীকে। মাঝ সাগরে জাহাজ ডুবির আতঙ্ক আর উৎকণ্ঠায় কাটে পুরো রাত। একটি দ্বীপ অতিক্রমের সময় বালু আর মাটিতে আটকে পড়ে যাত্রীবাহী জাহাজটি।

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের খুব কাছের শহর পিকটন। শহরটির প্রায় ৩ কিলোমিটার উত্তরে টিটোকি উপসাগরে একটি দ্বীপ অতিক্রমের সময়, বালু আর মাটির মাঝে আটকা পরে যাত্রীবাহি জাহাজ ‘ইন্টেরিস্ল্যান্ডার আরাতেরি’

রাষ্ট্রায়াত্ত্ব কিইউই রেল কোম্পানির ঐ জাহাজে যাত্রী ছিল ৪৭ জন। আকস্মিক দুর্ঘটনায় আটকা পরেন যাত্রীরা। উদ্বেগ-উৎকণ্ঠায় কাটতে থাকে সময়; অপেক্ষায় থাকেন উদ্ধার অভিযানের। স্থানীয় সময় শুক্রবার রাতে আটকা পড়লেও; এদিন আর উদ্ধার কাজ সম্ভব হয়নি।

একদিকে মাঝ সাগর অন্যদিকে লোকালয়ের অস্তিত্ব না থাকায়, শঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জাহাজডুবির আতঙ্কে পার করেন সারারাত।

অবশেষে শনিবার সকাল থেকেই শুরু হয় আরাতেরি জাহাজে আটকে পরা যাত্রীদের উদ্ধার কাজ। ছোট ছোট নৌকায় ফিরিয়ে আনা হয় ৪৭ যাত্রীকে। কর্তৃপক্ষ জানায়, সবাই সুস্থ আছে।

যাত্রীদের উদ্ধারের পর শনিবার রাতেই জাহাজটিকে নেয়া হয় জেটিতে।

/এটিএম

Exit mobile version