Site icon Jamuna Television

ঘোড়াঘাটে নদীর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৩ জুন) সকাল ৯টায় ঘোড়াঘাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইটভাটা এলাকায় করতোয়া নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম শাহিনুর ইসলাম (৩৫)। তার বাড়ি পৌরসভার চকবামুনিয়া-বিশ্বনাথপুর গ্রামে। মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেয় স্থানীয়রা।

পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টায় বাড়ি থেকে বের হয় শাহিনুর। এরপর সে আর রাতে বাড়িতে ফেরেনি। বিকেলের আগে তার পকেট থেকে মাদকদ্রব্য টাপেন্টাডল উদ্ধার করে তার বড় ভাই। এ নিয়ে স্ত্রীর সাথে বাকবিতন্ডা হয় তার। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবার।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ঘটনাস্থলে নিহত শাহিনুর বমি এবং মূত্রত্যাগ করেছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত পরিমাণে মাদক সেবনের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

/এমএইচআর

Exit mobile version