Site icon Jamuna Television

বেনজীর লিখিত জবাব দিয়েছেন, পর্যালোচনা করে ব্যবস্থা: দুদক সচিব

দ্বিতীয় দফায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতি দমন কমিশনে (দুদক) আজ হাজির হওয়ার কথা থাকলেও হাজির হননি তিনি। দুদকের তলবের বিষয়ে হাজির না হয়ে লিখিত আকারে তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিয়েছেন বেনজীর আহমেদ।

রোববার (২৩ জুন) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। কমিশন সেই চিঠি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন।

দুদক সচিব বলেন, বেনজীর আহমেদ আইনজীবীর মাধ্যমে গত ২১ জুন দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। এবারের চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি। লিখিত বক্তব্যে তার অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন।

খোরশেদা ইয়াসমীন বলেন, সময় দেয়া বিবেচ্য বিষয় নয়, মামলার বিষয়ে তদন্তকারী টিমের সুপারিশ পর্যালোচনা করবে দুদক। তিনি যোগ করেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ যে লিখিত বক্তব্য পাঠিয়েছেন, তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক। এছাড়া, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

এর আগে, গত ২৮ মে দুদকে হাজির হওয়ার জন্য বেনজির আহমেদকে তলব করে চিঠি দেয় দুদক। আজ তিনি হাজির না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটা জানান দুদকের আইনজীবী।

এদিকে, আগামীকাল সোমবার (২৪ জুন) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই কন্যার দুদকে হাজিরা দেয়ার কথা। তারাও দ্বিতীয় দফায় সময় বৃদ্ধির আবেদন জানিয়েছিল।

উল্লেখ্য, দুদকের আবেদনের প্রেক্ষিতে এ পর্যন্ত তিন দফায় বেনজীর ও তার পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

/এএম

Exit mobile version