Site icon Jamuna Television

নেত্রকোণায় পৃথক স্থানে পানিতে ডুবে ৪ শিশুসহ নিহত ৫

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণায় পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) জেলার পূর্বধলা, দুর্গাপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পূর্বধলায় পানিতে ডুবে মারা যায় শিশু তাসকিন মিয়া (৭), নোমান মিয়া (৮) ও সালমা আক্তার (২১) নামে এক নারী। অপরদিকে, দুর্গাপুরে সমবয়সী শিশুদের সাথে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে জাহাঙ্গীর মিয়া (৫) ও আফিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়।

জানা গেছে, তাসকিন (৭) জেলা সদর উপজেলার সাতপাই (উল্লা বাড়ি) এলাকার মো. আল মামুনের ছেলে, নোমান পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকেন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও সালমা একই উপজেলার আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের নওয়াব আলীর মেয়ে ও বিশকাকুনী ইউনিয়নের মফিজুল ইসলামের স্ত্রী।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, সকাল সাড়ে দশটার দিকে দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকার সোমেশ্বরী নদীতে ডুবে মৃত্যু হয় জাহাঙ্গীর মিয়ার। নিহত শিশু জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

একই উপজেলায় পানিতে ডুবে আফিয়া আক্তার (২) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আফিয়া দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড় গ্রামের ইমরান মিয়ার মেয়ে।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব।

/এএস

Exit mobile version