Site icon Jamuna Television

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোম ও মঙ্গলবারের দুই পরীক্ষা স্থগিত

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান অনার্স চতুর্থ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুইটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সোমবারের (২৪ জুন) ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা এবং মঙ্গলবার (২৫ জুন) ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বলা হয় বিজ্ঞপ্তিতে। তবে এই দুদিন ব্যতীত অন্যান্য সকল পরীক্ষা পূর্ব ঘোষিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।

/এনকে

Exit mobile version