Site icon Jamuna Television

রূপগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী দগ্ধ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরিত হয়ে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছে। রোববার (২৩ জুন) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট উত্তরপাড়া এলাকার সেলিম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকার আলী হোসেনের ছেলে রাকিব হাসান (২২) ও তার স্ত্রী রুমা আক্তার (২০)। রাকিব পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তারা সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান জানান, ঈদের ছুটি কাটিয়ে রাকিব তার স্ত্রী রুমাকে নিয়ে শনিবার রাত ১১টার দিকে ভাড়া বাড়িতে ফেরেন। ভোর ৩টার দিকে হঠাৎ তাদের রুমের ভিতরে বিকট শব্দ হয়ে মুহুর্তের মধ্যে পুরো রুমে আগুন ছড়িয়ে পড়ে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে গুরুতর দগ্ধ অবস্থায় রাকিব ও রুমাকে উদ্ধার করে রাজধানীর শেষ হাসিনা বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করান। 

গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিকভাবে ধারণা বলে জানান জিল্লুর রহমান।

/এনকে

Exit mobile version