Site icon Jamuna Television

জিন্নাত আলীর অপারেশন যেকোন সময়

অতিরিক্ত দৈহিক উচ্চতায় আক্রান্ত রোগী জিন্নাত আলীর অপারেশন যেকোন সময় হতে পারে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা কনক কান্তি বড়ুয়া। সকালে হাসপাতালে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি।

জিন্নাতের ব্রেনে টিউমারের কারণে পিটুইটারি গ্রন্থি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে অস্বাভাবিক হারে তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছে।বর্তমানে তার উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, একমাত্র সার্জারী করে টিউমার অপসারণের মাধমেই তাকে সুস্থ করে তোলা সম্ভব।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়েছেন তাই বিশেষ ভাবে বিনামূল্যে জিন্নাতের চিকিৎসা দেওয়া হচ্ছে। জিন্নাত রাজি হলে আগামী সপ্তাহেই তার অপারেশন করার জন্য প্রস্তত আছে চিকিৎসকরা।

Exit mobile version