Site icon Jamuna Television

গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা 

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধা জেলা শহরে ট্রেনের নিচে লাফ দিয়ে অজ্ঞাত পরিচয় এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রোববার (২৩ জুন) বিকেলে শহরের ২নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার আগ পর্যন্ত ও নারী লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন। পরে ট্রেন আসতে দেখে তিনি লাইনের ওপর দুই হাত ছেড়ে দাঁড়িয়ে যান। এ সময় ট্রেনটি মহিলাকে ধাক্কা দিলে লাইনের ওপর কাটা পড়ে মৃত্যু হয় ওই নারীর।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, বগুড়া থেকে গাইবান্ধাগামী একটি লোকাল ট্রেনে এক নারী ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। এখন পর্যন্ত নিহত ওই গৃহবধূর নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাটি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version