Site icon Jamuna Television

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭০০ অভিবাসী আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:

অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ ১৭০০ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। রোববার (২৩ জুন) স্থানীয় সময় বিকেলে সেলাঙ্গর রাজ্যের পোর্টক্লাং-এর বন্দর সুলতান সুলেমানের জালান সুলতান আব্দুল সামাদ ফ্ল্যাটের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের নাগরিক রয়েছে। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

জানা গেছে, জেনারেল অপারেশন টিম (পিজিএ), রয়্যাল ক্লাং সিটি কাউন্সিল (এমবিডিকে) এবং বিভিন্ন সংস্থার সহায়তায় সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ অভিযানটি পরিচালনা করে। অভিযানে অংশ নেন ২৯৮ জন সদস্য। অভিযান চালানোর আগে অপারেশন টিম আশেপাশের এলাকা ঘিরে রাখে।

আটকদের পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, যেসব বিদেশি নাগরিকের বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে তাদেরকেও আটক করা হয়েছে।

/এনকে

Exit mobile version