Site icon Jamuna Television

আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন

ছবি: সংগৃহীত।

দীর্ঘ ৪৪ বছরের সাজা ভোগ শেষে মুক্তি পাওয়া আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার (২৪ জুন) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ওসি আহাদ আলী। তিনি জানান, ভোরে বুকে ব্যথা নিয়ে সাভারের হেমায়েতপুর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে আনা হয় তাকে।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version