Site icon Jamuna Television

অস্ট্রেলিয়াকে ২০৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিল ভারত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ভিরাট কোহলির উইকেট হারায় ভারত। তবে রোহিত শর্মার ৯২ রানের ঝড়ের সাথে সূর্যকুমার যাদবের ৩১ রান, শিভাম দুবের ২৮ রান, হার্দিক পান্ডিয়ার অপরাজিত ২৭ রানের ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২০৬ রান।

সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে শুরুতেই ভিরাট কোহলির উইকেট হারায় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে নিজের খেলা পাঁচ বলে কোনো রান করতে পারেননি কোহলি। পুরো আসর জুড়ে পুরোপুরি ব্যর্থ ভারতের এই তারকা ব্যাটার।

এরপর রিশাভ পান্তকে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান রোহিত। বলা ভালো, রিশাভ পান্ত একপ্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোহিতের ব্যাটিংই উপভোগ করছেন শুধু। ইনিংসের ৩য় ওভার করতে আসা মিচেল স্টার্ককে রোহিত এক ওভারে পিটিয়ে ২৯ রান নেন রোহিত। এরপর জশ হ্যাজলউডের ওভারে মাত্র ২ রান এলেও পরের ওভারে প্যাট কামিন্সের প্রথম বলেই ফের ছক্কা; আর তাতেই অনন্য মাইলফলক গড়েন রোহিত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ২০০ ছক্কার একমাত্র মালিক এখন তিনি।

রোহিত ঝড়ের পর অবশ্য বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। কিন্তু মাঠে ফিরেই আবার ঝড় বইয়ে দেন ভারতীয় ওপেনার। কামিন্সের ওই ওভারে আসে ১৫ রান। সবগুলো রানই রোহিতের। ওই ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। মাত্র ১৯ বলে ফিফটি ছুঁয়েছেন তিনি, যা এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম।

রোহিত এক প্রান্তে টর্নেডো বইয়ে দিলেও আরেক প্রান্তে বেশ ভুগেছিলেন রিশাভ পান্ত। তিনে নেমে রান করতে নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তার। শেষ পর্যন্ত ১৪ বলে ১৫ রান করে ফেরেন তিনি। কোহলি-পান্তকে হারিয়েও সাবলীল ছিলেন রোহিত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে ১২তম ওভারে এই ওপেনারকে বোল্ড করে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। রোহিতের ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৯২ রান। যেখানে ৭ চার ও ৮টি ছক্কা মেরেছেন এই ওপেনার। তিনি ব্যাটিং করেছেন প্রায় ২২৪ স্ট্রাইকরেটে।

এরপর সুরিয়া কুমার যাদবের ৩ চার ও ২ ছক্কায় করা ৩১, শিভাম দুবের ২৮ ও হার্দিক পান্ডিয়ার অপরাজিত ২৭ রানের ইনিংসে ভর করে ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে। বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২টি ও মার্কাস স্টয়নিস ৪ ওভারে ৫৬ রান দিয়ে ২টি উইকেট নেন। জশ হ্যাজলেউড ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ১টি উইকেট।

/আরআইএম

Exit mobile version