Site icon Jamuna Television

রাজধানীতে সীসা গলানোর চুলার ওপর ফ্যান পড়ে তিনজন দগ্ধ

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে ব্যাটারি কারখানায় সীসা গলানোর সময় চুলার ওপরে সিলিং ফ্যান পড়ে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন।সোমবার (২৪ জুন) সন্ধ্যায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন– আবুল হোসেন (৫০), সাইফুল ইসলাম (৩৩) ও তোফাজ্জল হোসেন (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, কামরাঙ্গীরচর থেকে দগ্ধ অবস্থায় তিনজন আমাদের জরুরি বিভাগে এসেছিল। তাদের শরীরে গলিত সীসা পড়ে তারা দগ্ধ হয়। দগ্ধের পরিমাণ বেশি না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

ওই তিনজনকে হাসপাতালে নিয়ে আসা মাজহারুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, একটি ব্যাটারির কারখানায় সীসা গালানোর সময় উপর থেকে চলন্ত অবস্থায় ফ্যান চুলার ওপর পড়ে। তাতে তারা দগ্ধ হলে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

/এএম

Exit mobile version