Site icon Jamuna Television

কী করলেন তামিম-শান্ত-সাকিবরা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাও শুধু জিতলেই হবে না। বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হলে ১২ ওভার ১ বলে অর্থাৎ মাত্র ৭৩ বলে লক্ষ্য তাড়া করে জিততে হবে।

এমন এক ম্যাচটা শুরু হয়েছিল বেশ আশা নিয়েই। প্রথম দিকে পেসারদের দৌরাত্ম্য দেখেছে আফগানরা। পরে রিশাদের ঘূর্ণিও বেশ কাবু করেছে রশিদ বাহিনীকে। তাই আশা ছিল, একটু কষ্ট হলেও বোধহয় বেধে দেয়া ওভারের মধ্যেই ১১৫’র ল্যান্ডমার্ক স্পর্শ করে ফেলবে বাংলাদেশ। কিন্তু সে লক্ষ্যকে কঠিন করে ফেললেন ওপেনার তামিম, ক্যাপ্টেন শান্ত আর অভিজ্ঞ সাকিব।

এ টুর্নামেন্ট মোটেও ভালো যায়নি তানজিদ তামিমের। আজও মাত্র ৩ বল খেলেই শূণ্য রানে আউট হন তিনি। নাজমুল শান্ত থিতু হবার আগেই আউট। তিনি করেছেন ৫ বলে ৫ রান। সাকিব তো আরও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। নাভিন-উল-হকের বলেই ডাক মেরেছেন প্রথম বলেই।

প্রথম কাতারের এই তিন ব্যাটারের এমন অসহায় আত্মসমর্পণ চিন্তার কারণ দলের জন্য। অনেক ভক্তই তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কী করলেন তামিম-শান্ত-সাকিবরা?

/এমএমএইচ

Exit mobile version