Site icon Jamuna Television

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে: ওবায়দুল কাদের

ফাইল ছবি।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দেশে হত্যার রাজনীতি শুরু করেছেন জিয়াউর রহমান।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। শেখ হাসিনার দয়ায় বেগম জিয়া বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন। আমরা কেন তাকে হত্যা করব? দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে বিএনপি।আর আওয়ামী লীগ সব সময় তার শিকার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সেতুমন্ত্রী জানান, পদ্মা সেতু নির্মাণে সাশ্রয় হয়েছে ১৫’শ কোটি টাকা। উদ্বোধনের পর এ পর্যন্ত ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে সেতুটিতে। এতে মোট টোল আদায় হয়েছে ১৬৪৮ কোটি টাকার কিছু বেশি। ছয় কিস্তিতে অর্থ বিভাগের ৯৪৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

আগামী ২৭শে জুন ৭ম, ও ৮ম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক গণভবনে প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version