Site icon Jamuna Television

ইসরায়েলি বিমান হামলায় নিহত হানিয়ার বড় বোনসহ ১০ সদস্য

ইসরায়েলি হামলায় আবারও স্বজন হারালেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বিমান হামলায় নিহত হয়েছেন হানিয়ার বড় বোনসহ তার পরিবারের অন্তত ১০ সদস্য। খবর ফ্রান্স টোয়েন্টি ফোরের।

মঙ্গলবার (২৫ জুন) গাজার আল শাতি ক্যাম্পে হামলা চালায় ইসরাইলি বাহিনী। আবাসিক বিভিন্ন স্থাপনা করে চালানো হয় ওই হামলা। ধ্বংস হওয়া এসব স্থাপনায় অবস্থান করছিলেন হামাস প্রধানের পরিবারের সদস্যরা।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, এসময় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হানিয়ার বোন। ওই বাড়িতেই অবস্থান করছিলেন হামাস প্রধানের পরিবারের আরও ৯ সদস্য। হামলায় নিহত হন তারাও।

এর আগে, গত এপ্রিলে ঈদের দিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন ইসমাইল হানিয়ার তিন ছেলে।

/এএম

Exit mobile version