Site icon Jamuna Television

৩ দিনের কর্মবিরতিতে ঢাবি শিক্ষকরা

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে টানা ৩ দিনের অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার (২৫ থেকে ২৭ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তবে চলমান পরীক্ষাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

শিক্ষক নেতারা বলেন, দাবি মেনে নেয়া না হলে আগামী ৩০ জুন পূর্ণ কর্মবিরতি শুরু করা হবে। তবে পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এরপরও দাবি না মানা হলে জুলাইয়ের ১ তারিখ থেকে সর্বাত্মক কর্মসূচি শুরু হবে। সে সময়ে ক্লাস-পরীক্ষা কোনোকিছুই চলতে দেয়া হবে না।

এদিকে, স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকরা। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করেন তারা। মঙ্গলবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত কোনো ক্লাস নেননি জবি শিক্ষকরা। তবে বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো কর্মসূচির আওতামুক্ত ছিল।

/এএম

Exit mobile version