Site icon Jamuna Television

বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর বাড্ডা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আরাফাত হোসেন। পেশায় ইঞ্জিনিয়ার আরাফাত নড়াইল সদরের বাহিরগাঁও গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িল যাওয়ার পথে বাড্ডা এলাকায় একটি মালবাহী লরি পিছন থেকে আরাফাতে হোসেনের মোটরসাইকেল’কে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হন আরাফাত হোসেন। পরে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, লরিটির চালক পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এএস

Exit mobile version