Site icon Jamuna Television

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালালো ৪ ফাঁসির আসামি

গভীর রাতে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি। তবে বুধবার (২৬ জুন) সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে আবারও ধরা হয়। এর আগে, মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে তারা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ্ত নাথ চক্রবর্তী। কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি হলেন– বগুড়া জেলার ফরিদ শেখ ও জাকারিয়া, নরসিংদীর আমির হামজা এবং কুড়িগ্রামের নজরুল ইসলাম।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

/এএস

Exit mobile version