Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের আদালতে দোষ স্বীকার অ্যাসাঞ্জের

ফাইল ছবি: এপি

গোপন নথি ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এর মধ্য দিয়ে চূড়ান্তভাবে আইনি জটিলতা থেকে মুক্ত হলেন তিনি।

আজ বুধবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দান মারিয়ানা আইল্যান্ডসে দেশটির একটি আদালতে নিজের দোষ স্বীকার করেন তিনি।

মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী তথ্য ফাঁসের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ। শর্ত অনুযায়ী উইকিলিকসে প্রকাশ করা মার্কিন সামরিক বিভাগের গোপন তথ্য সরিয়েও ফেলতে হবে। এর ফলে যুক্তরাষ্ট্রে কারাবাস থেকে দায়মুক্তি পান তিনি। আদালত থেকে বেরিয়েই জন্মভূমি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন তিনি।

দীর্ঘ ১২ বছরের আইনি লড়াই শেষে সোমবার (২৪ জুন) যুক্তরাজ্যের কারাগার থেকে ছাড়া পান জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১০-১১ সালের দিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের লাখ লাখ নথি ফাঁস করে আলোড়ন তোলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ।

/এএম

Exit mobile version