Site icon Jamuna Television

দেশে সিন্ডিকেটের কোনো কার্যকারিতা নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

বর্তমানে দেশে সিন্ডিকেটের কোনো কার্যকারিতা নেই দাবি করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কেউ কারসাজি করে নিত্যপণ্যের মজুত বা দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বুধবার (২৬ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ যথেষ্ট রয়েছে। সরকার গঠনের পর এখন পর্যন্ত বাজারে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি। চিনি-তেলের দাম ও সরবরাহ স্থিতিশীল আছে। এক্ষেত্রে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) অনেক শক্তিশালী করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের চেষ্টা বাজারে সাপ্লাই চেইন ঠিক রাখা, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠির হাতে নিয়ন্ত্রণ চলে না যায়। মন্ত্রী বলেন, পেয়াঁজ-ডালের মতো নিত্যপণ্য আমদানিতে ভারত ও মিয়ানমারের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে। টিসিবির মাধ্যমে এই চুক্তি সম্পাদন হবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বোতলজাত পানির দাম বৃদ্ধির বিষয়টি অবগত নন তিনি। সার্বিকভাবে গ্রামের মানুষের তুলনায় শহরের ফিক্সড আয়ের মানুষ অর্থনৈতিকভাবে চাপে আছে বলেও মন্তব্য করেন তিনি।

/এএম

Exit mobile version