Site icon Jamuna Television

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে পুত্রবধু-শ্বশুরের মৃত্যু

প্রতীকী ছবি।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্কাস আলী ও তার পুত্রবধু লাকি বেগম (৩৫) মারা গেছেন। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার ছোট চৌগ্রামে এই ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী ফকির একই এলাকার আফেজ উদ্দিন ফকিরের ছেলে এবং লাকি বেগম মোয়াজ্জেম ফকিরের স্ত্রী।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, ছোট চৌগ্রামের মাছ চাষী হামিদুল ইসলাম রাস্তার ওপর দিয়ে সেচের জন্য বিদ্যুতের লাইন টেনে নিয়ে যায়। বুধবার সকালে লাকি বেগম বৈদ্যুতিক লাইনটির সংস্পর্শে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে তার শ্বশুর আক্কাস বাঁশ দিয়ে তারটি সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় তার ছিটকে আক্কাসের শরীরের ওপর পড়লে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পরে স্থানীয়রা মেইন সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করে। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version