Site icon Jamuna Television

ন্যাটোর নতুন মহাসচিব হলেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে

সামরিক জোট ন্যাটোর নতুন মহাসচিব হলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। আজ বুধবার (২৬ জুন) আনুষ্ঠানিকভাবে তাকে মহাসচিব নির্বাচিত করেন জোটের সদস্যরা।

গত সপ্তাহে মার্ক রুটের একমাত্র প্রতিদ্বন্দী রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস নিজের নাম প্রত্যাহার করে নেয়ায় রুটেই যে মহাসচিব হচ্ছেন, সেটি নিশ্চিতই ছিলো। বুধবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। এ প্রসঙ্গে ডাচ প্রধানমন্ত্রী বলেন, এটি তার জন্য ভীষণ সম্মানের।

এক বিবৃতিতে ন্যাটো জোট জানায়, অক্টোবরের ১ তারিখ থেকে দায়িত্ব নেবেন তিনি। স্থলাভিষিক্ত হবেন জেন্স স্টলটেনবার্গের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই দায়িত্ব নিচ্ছেন রুটে। বিশ্লেষকরা বলছেন, কিয়েভের অন্যতম অস্ত্র সরবরাহকারী ন্যাটো প্রধানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাশিয়াকে সামলানো।

/এএম

Exit mobile version