Site icon Jamuna Television

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে দেওয়ান আবুল বাশার বাদশা বিজয়ী

রূপগঞ্জ প্রতিনিধি :

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে দেওয়ান আবুল বাশার বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মেয়র মো. রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ১২ হাজার ৪০৪ ভোট।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে টানা ভোটগ্রহণ চলে। কাঞ্চন নির্বাচনকে ঘিরে বড় ধরনের সংঘাত সহিংসতার আশঙ্কা করা হলেও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।

পৌর নির্বাচনে তফসিল ঘোষনার পর থেকেই বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এ কারণে নজিরবীহিন নিরাপত্তা বলয় তৈরি করে প্রশাসন। পুলিশের ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করেন পৌরসভা নির্বাচনে।

উল্লেখ্য, এই পৌরসভায় ভোটার রয়েছে ৪০ হাজার ৭৯৮ জন। মোট ভোট প্রদানের হার ৭২ শতাংশ।

/এমএইচআর

Exit mobile version