Site icon Jamuna Television

ফতুল্লায় তেলবোঝাই ট্রলারে আগুন: একজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবোঝাই ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) ট্রলার থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন। এছাড়া, দগ্ধ অবস্থায় একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এর আগে, বুধবার দুপুর ১টা ৩২ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। ট্রলারটিতে ৩-৪ জন লোক ছিল বলে জানা যায়।

জানা যায়, তেল ডিপো থেকে তেল নিচ্ছিলো ট্রলারটি। এ সময় ট্রলারটিতে রান্নার কাজ চলছিলো। রান্নার স্থান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/আরএইচ

Exit mobile version