Site icon Jamuna Television

ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোগলাবাজার-মাইজগাঁও সেকশনে ট্রেনটি রেল ট্র‍্যাক থেকে নিয়ন্ত্রণ হারায়। ট্রেনটির একাধিক বগি রেললাইন থেকে পড়ে যায়। এতে বেশ কিছু যাত্রী আহত হন।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, ঢাকা থেকে কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস দুটি ট্রেন সিলেট আসার কথা থাকলেও ট্রেন লাইনচ্যুত হওয়ায় সেগুলো আটকা পড়েছে।

/এমএইচআর

Exit mobile version