Site icon Jamuna Television

একনেকে সাড়ে ৮৬ হাজার কোটি টাকার ৩৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়, উপস্থাপন করা হয়েছে রেকর্ড সংখ্যক ৩৯ টি প্রকল্প। যার বেশিরভাগই নতুন। তালিকায় আছে মেগা প্রকল্পও। রেকর্ড সংখ্যক ৮৬ হাজার ৬৮৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

মেগা প্রকল্পের মধ্যে আছে ১৪ হাজার কোটি টাকার জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইন প্রকল্প। পর্যালোচনা করা হয়েছে, পূর্বাচল লিংক রোডের দুই পাশে ১০০ ফুট খাল খনন কার্যক্রমও। ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৩২৯ কোটি টাকা। পায়রা সমুদ্র বন্দর টার্মিনাল ও আনুষঙ্গিক অবকাঠামো সম্প্রসারণে আলোচনা হয় একনেকে। সংশোধন করে কর্ণফুলী টানেল নির্মাণ ব্যয় ধরা হতে পারে ৯ হাজার ৯০০ কোটি টাকা। পাশাপাশি, র‍্যাবের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে নেয়া হয়েছে নতুন প্রকল্প।

অক্টোবরে গড় মূল্যস্ফীতির হার ছিলো ৫ দশমিক ৪০ শতাংশ। এ সময় আরো উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রমুখ।

Exit mobile version