Site icon Jamuna Television

ব্যাট ছুঁড়ে মারায় শাস্তি পেলেন রশিদ

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্যাট করার সময় মেজাজ হারিয়ে ফেলেছিলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। রাগে ব্যাট ছুঁড়েও মেরেছিলেন। সেই ঘটনার ফলে এবার তাকে শাস্তির আওতায় এনেছে আইসিসি। নামের পাশে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।

তারকা এই লেগ স্পিনারকে তিরস্কার করার কথা বুধবার (২৬ জুন) জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসে এটি রাশিদের প্রথম ডিমেরিট পয়েন্ট।

টাইগারদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছিল আফগানিস্তান। ইনিংসের শেষ ওভারে দুই রান নেয়ার চেষ্টায় প্রায় স্ট্রাইক প্রান্তে দৌড়ে গিয়েছিলেন রশিদ। তবে সঙ্গী করিম জানাত এক রানের বেশি নিতে চাননি। সতীর্থের অসম্মতি দেখে রশিদ মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে মারেন আফগান অধিনায়ক।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, রশিদের আচরণে প্লেয়ারদের কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা লঙ্ঘন হয়েছে। যেখানে বিপজ্জনকভাবে কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি জায়গায় বল বা অন্য কোনো সরঞ্জাম ছুঁড়ে মারার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। ম্যাচ রেফারির দেয়া সাজা মেনে নেয়ায় কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি। ২৪ মাসের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন রশিদ।

ডিপোরিট পয়েন্ট পেলেও রশিদের অলরাউন্ড নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমি-ফাইনালে ওঠার ইতিহাস গড়ে আফগানিস্তান। বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান।

/আরআইএম

Exit mobile version